এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন – ১৯৫০ অনুযায়ি মৎস্য সম্পদ বৃদ্ধি ও উন্নয়নকল্পে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক আদেশবলে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল, জাগ এবং নিষিদ্ধ চাই অপসারণে বিশেষ কম্বিং অপারেশন -২০২৪ চলমান থাকবে।
এমতাবস্থায় সংশ্লিষ্ট সকলে বেহুন্দি জাল, খরা জাল, গচি বা কাঠি জাল, কারেন্ট জালসহ সকল প্রকার অবৈধজাল, চায়না রিং চাই, সাধারণ চাই, জাগ, গড়া, ভেসাল অপসারণ করুন। অন্যথায় সরকারী আদেশ অমান্যের জন্য আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুরোধক্রমে------
মনোয়ারা বেগম
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার
মতলব দক্ষিণ, চাঁদপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস