শিরোনাম
১ নভেম্বর থেকে জাটকা রক্ষা কার্যক্রম শুরু হয়েছে। চলবে ৩০ জুন পর্যন্ত। জাটকা রক্ষা বিষয়ক মৎস্য আইনের বিধিমালা সম্বলিত ব্যানার মতলব দক্ষিনের বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ন সড়ক মোড়ে প্রর্দশন করা হয়েছে। মৎস্য জীবী, ক্রেতা, বিক্রেতাা , পরিবহনকারী, মজুদ কারী সহ সকলকে জাটকা রক্ষায় এগিয়ে আসার জন্য আহবান জানানো যাচ্ছে। কারন আজকের জাটকাই আগামীদিনের ইলিশ।
বিস্তারিত
১ নভেম্বর থেকে জাটকা রক্ষা কার্যক্রম শুরু হয়েছে। চলবে ৩০ জুন পর্যন্ত। জাটকা রক্ষা বিষয়ক মৎস্য আইনের বিধিমালা সম্বলিত ব্যানার মতলব দক্ষিনের বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ন সড়ক মোড়ে প্রর্দশন করা হয়েছে। মৎস্যজীবী, ক্রেতা, বিক্রেতা, পরিবহনকারী, মজুদ কারী সহ সকলকে জাটকা (২৫ সেঃ মিঃ এর চেয়ে ছোট ইলিশ) রক্ষায় এগিয়ে আসার জন্য আহবান জানানো যাচ্ছে। কারন আজকের জাটকাই আগামীদিনের ইলিশ।