Wellcome to National Portal

ইলিশের প্রাচুর্যতা বৃদ্ধির লক্ষে ০১ নভেম্বর হতে ৩০ জুন  পর্যন্ত মোট ০৮ মাস  জাটকা (২৫ সেঃ মিঃ অপেক্ষা ছোট ইলিশ) আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ,  ক্রয়- বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। প্রচারে-মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় । জাটকা রক্ষায় সকলকে সহযোগিতার জন্য অনুরোধ করা হলো।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped


শিরোনাম
১ নভেম্বর থেকে জাটকা রক্ষা কার্যক্রম শুরু হয়েছে। চলবে ৩০ জুন পর্যন্ত। জাটকা রক্ষা বিষয়ক মৎস্য আইনের বিধিমালা সম্বলিত ব্যানার মতলব দক্ষিনের বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ন সড়ক মোড়ে প্রর্দশন করা হয়েছে। মৎস্য জীবী, ক্রেতা, বিক্রেতাা , পরিবহনকারী, মজুদ কারী সহ সকলকে জাটকা রক্ষায় এগিয়ে আসার জন্য আহবান জানানো যাচ্ছে। কারন আজকের জাটকাই আগামীদিনের ইলিশ।
বিস্তারিত

১ নভেম্বর থেকে জাটকা রক্ষা কার্যক্রম শুরু হয়েছে। চলবে ৩০ জুন পর্যন্ত। জাটকা রক্ষা বিষয়ক মৎস্য আইনের বিধিমালা সম্বলিত ব্যানার মতলব দক্ষিনের বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ন সড়ক মোড়ে প্রর্দশন করা হয়েছে। মৎস্যজীবী, ক্রেতা, বিক্রেতা, পরিবহনকারী, মজুদ কারী সহ সকলকে জাটকা (২৫ সেঃ মিঃ এর চেয়ে ছোট ইলিশ) রক্ষায় এগিয়ে আসার জন্য আহবান জানানো যাচ্ছে। কারন আজকের জাটকাই আগামীদিনের ইলিশ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/11/2024
আর্কাইভ তারিখ
30/06/2025